India

হিন্দু উদ্বাস্তুদের ভাগ্য নির্ধারণ: সুপ্রিম কোর্টে ভিত্তিবর্ষ নির্ধারণের মামলার শুনানি শুরু ২০শে সেপ্টেম্বর থেকে

আসামে বিদেশি নাগরিক বাছাইয়ে ভিত্তিবর্ষ নিয়ে করা মামলা এবার নতুন মোড় নিলো। আগামী ২০শে সেপ্টেম্বর আসামে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে যে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে তার শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিস জারি করে সেকথা জানানো হয়েছে। এই মামলার জন্য গঠিত ডিভিশন বেঞ্চে আছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি এস বোপান্না, বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি জেবি পার্দিওয়াল।

সামাজিক সংগঠন পাবলিক ওয়ার্কসের দায়ের করা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে শুনানি করার আদেশ দিয়েছে, সেটা নানা কারণে তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সাল নাকি ১৯৭১ সাল ভিত্তিবর্ষ হবে, তা নিয়ে শীর্ষ আদালত বিভিন্ন পক্ষের বক্তব্য গ্রহণ করবে। পাবলিক ওয়ার্কস ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে চেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে মেনে নিয়েছে, কারণ ১৯৭১ সালকে ভিত্তি করে আসাম চুক্তি হয়েছিল। তাছাড়া, রাজ্য সরকারও ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে মেনে নিয়েছে।

উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একাধিকবার বলেছেন যে তাঁর সরকার বাধ্য হয়ে ১৯৭১ সালকে সমর্থন করছে। কিন্তু তাঁর নিজস্ব মতামত হলো ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ করা হোক। ১৯৫১ সালের পর যেসব হিন্দুরা হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে এসেছেন, তাদের CAA-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। সেই হিসেবে সুপ্রিম কোর্টে আসাম সরকার কী অবস্থান নেয়, সেটাও লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!