Bangladesh

বাংলাদেশ: মুসলিম মেয়ের সঙ্গে প্রেম, হিন্দু স্কুল ছাত্রকে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করায় এক হিন্দু স্কুল ছাত্রকে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনা চট্টগ্রামের। মৃত স্কুল ছাত্রের নাম অদ্রীপ অহন সায়ন দাস(১৩)।

জানা গিয়েছে, সায়ন চট্টগ্রাম শহরের হাজী মহম্মদ মহসিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। গত ২৯শে আগস্ট, স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সে। ওইদিন তাঁর পিতা বিশ্বজিৎ দাস বাকালিয়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে স্কুলের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। সিসিটিভি ফুটেজে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনের রাস্তায় হেঁটে আসতে দেখা যায় সায়নকে। স্কুলের এক ছাত্রী এবং বোরখা পরা একজন মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তারপর তাদের সঙ্গে চলে যায় সায়ন। তবে সায়নের কোনও খোঁজ মেলেনি।

পরে গত ৩১শে আগস্ট, চকবাজার থানায় খবর আসে যে কর্ণফুলী নদীতে একজন স্কুল ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। তারপর সায়নের পরিবারকে খবর দেয় পুলিশ। সায়নের পরিবারের লোকেরা দেহ শনাক্ত করে। দেহ উদ্ধারের সময় সায়ন স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় ছিল। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

সায়নের পরিবারের অভিযোগ, “সায়নকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা চাই পুলিশ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করুক এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হোক।” প্রাথমিকভাবে পুলিশ জানায় যে সায়নের দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

সূত্রের খবর, স্কুলের এক মুসলিম ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সায়নের। স্কুলের শেষে প্রায়শই দুজনে দেখা করতো। ঘটনার দিন সিসিটিভি ফুটেজে যে ছাত্রীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, সেই মেয়েটি হয়তো তাঁর প্রেমিকা হতে পারে। পরে তাদের সঙ্গে চলে যায় সায়ন। সায়নকে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, অভিযোগ করছেন স্থানীয়রা। আপাতত ঘটনার তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!