India

আসাম: বহু বিবাহ বন্ধে খুব শীঘ্রই আইন পাস করা হবে, জানালেন হিমন্ত বিশ্বশর্মা

রাজ্যে নাবালিকা মেয়েদের বিবাহ বন্ধে এমনিতেই জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। নাবালিকা মেয়েদের বিয়ে করা স্বামীদের ধরে ধরে জেলে ভরছে পুলিশ। আর তারই মাঝে নতুন ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী। জানালেন, রাজ্যে নিষিদ্ধ করা হবে বহু বিবাহ। খুবই শীঘ্রই বহু বিবাহ বন্ধ করতে আইন পাস করা হবে বলে জানিয়েছেন হিমন্ত।

হিমন্ত বিশ্বশর্মা জানান যে বহু বিবাহ বন্ধ করতে যে নতুন আইন পাস করা হবে, তার খসড়া তৈরী করার কাজ জোরকদমে চলছে। আগামী ৪৫ দিনের মধ্যে আইনের খসড়া হাতে চলে আসবে। বহু বিবাহ বন্ধে আসা একাধিক প্রস্তাবগুলিকে খতিয়ে দেখে নতুন আইনের খসড়া তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

হিমন্ত আরও জানান যে নতুন আইনের বিষয়ে ব্যাপক সমর্থন এসেছে। আইনের পক্ষে এসেছে ১৪৬টি প্রস্তাব এবং বিপক্ষে মতামত দিয়েছে তিনটি সংগঠন। আর এই আইনের মধ্যে লাভ জিহাদের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে। আগামী ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভায় আইনটি পেশ করা হবে।

উল্লেখ্য, গত ২১শে আগস্ট বহু বিবাহ বন্ধে মানুষের মতামত চেয়ে নোটিস প্রকাশ করে রাজ্য প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ মতামত দেন। মোট মতামতের ৯৮% মানুষ বহু বিবাহ বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। আর ২% মানুষ বহু বিবাহ চালু রাখার পক্ষে মত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!