বাংলাদেশ: টাঙ্গাইলের মধুপুরে হিন্দু মন্দিরের একাধিক প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার মাদ্রাসা ছাত্র
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদশে সংখ্যালঘু হিন্দুদের ধর্মস্থানে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। এবারে টাঙ্গাইল জেলার মধুপুরে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটলো। মন্দিরের ভিতরে থাকা একাধিক প্রতিমা ভেঙে দেওয়া হলো। ঘটনায় জড়িত এক মুসলিম নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০শে আগস্ট, বুধবার ঘটনাটি ঘটে টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত মধুবাগচালা ইউনিয়নের দোখলা বাজারে।
জানা গিয়েছে, ওই দিন সকালে স্থানীয় হিন্দুদের নজরে আসে যে বাজারে অবস্থিত মা কালীর মন্দিরের ভিতরে থাকা একাধিক প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের ভিতরে থাকা ৭টি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভাঙা প্রতিমার মধ্যে রয়েছে মা কালীর প্রতিমা, কাল ভৈরবের প্রতিমা, ভগবান শিবের প্রতিমা এবং ডাকিনী ও যোগিনীর প্রতিমা।
তখন স্থানীয়রা মন্দির কমিটির লোকজনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্দির কমিটির সম্পাদক ও সদস্যরা। খবর দেওয়া হয় মধুপুর থানায়। পুলিশ তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে দোকানদাররা জানায় যে মহম্মদ মনিরুজ্জামান(১৬) সকাল আটটা নাগাদ ওই মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। উল্লেখ্য, মনিরুজ্জামান পাশের পাকুল্যা গ্রামের বাসিন্দা। সে একটি স্থানীয় মাদ্রাসার ছাত্র বলে জানা গিয়েছে।
পরে পুলিশ মনিরুজ্জামানকে ডেকে পাঠায়। জেরায় সে প্রতিমা ভাঙ্গার কথা স্বীকার করে। প্রতিমা কেন ভেঙেছে জিজ্ঞেস করলে সে জানায় যে ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ। তাই সে প্রতিমা ভাঙচুর করেছে।
স্থানীয় হিন্দুদের অভিযোগ, প্রথমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে চায়নি। কারণ, ঘটনাস্থলে উপস্থিত ওই নাবালকের পরিবারের সদস্যরা দাবি করেন যে সে মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু স্থানীয় হিন্দুদের চাপে শেষপর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।