India

উত্তর প্রদেশ: “এরকম স্বাধীনতায় লাথ মারি”, ঘৃনা ছড়ালেন মাওলানা আব্দুর রহমান জামুই

স্বাধীনতা দিবসের দিন ঘৃনা ছড়ালেন উত্তর প্রদেশের এক মাওলানা। মাদ্রাসার ভিতরে দেওয়া ভাষণে উস্কানিমূলক ভাষণ দিলেন মাওলানা আব্দুর রহমান জামুই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। তারপরই ক্ষমা চাইলেন ওই মাওলানা। তবে ক্ষমা চাইলেও মিটছে না বিষয়টি। ওই মাওলানাকে গ্রেপ্তার করার দাবি উঠছে।

উত্তর প্রদেশের হারদই জেলার গোপামাউ এলাকার লাল পীর মসজিদের মাওলানা আব্দুর রহমান জামুই। ওই মসজিদের পাশেই রয়েছে একটি মাদ্রাসা, যেটি ওই মসজিদ কমিটি দ্বারা পরিচালিত হয়। গত ১৫ই আগস্ট তারিখে ওই মাদ্রাসায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের সামনে ভাষণ দেন ওই মাওলানা।

ইতিমধ্যে সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে মাওলানাকে হাতে থাকা কাগজ দেখে বলতে শোনা যাচ্ছে, “মুসলিমদের বিরক্ত করা হচ্ছে। কুরবানী নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ থেকে মাইকে করে আযান দিতে দেওয়া হচ্ছে না। আল্লাহর আইন ও কুরআনের আইনে এখন হস্তক্ষেপ করা হচ্ছে, বলা হচ্ছে আইনে পরিবর্তন করা হবে।”

ওই মাওলানা আরও বলেন, “এ কেমন স্বাধীনতা, এ কেমন গণতন্ত্র। এমন স্বাধীনতায় কাল লাথ মারতাম, আজও লাথ মারি।”

ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ওই মাওলানাকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন। আর তারপরই বিষয়টি সামাল দিতে ময়দানে নেমেছে মসজিদ কমিটি।

ইতিমধ্যেই মসজিদে কমিটি স্থানীয় থানায় গিয়ে বিষয়টি জানিয়ে ক্ষমা চেয়েছে। ওই মাওলানাও থানায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। পুলিশ আপাতত ক্ষমা চিঠি পাওয়ার পরে আপাতত আর ওই মাওলানাকে গ্রেপ্তার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!