India

রাজস্থান: হিন্দু পুরোহিতকে নৃশংস খুন, শরীরে ভয়াবহ অত্যাচারের চিন্হ

দিন দিন অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে কংগ্রেস শাসিত রাজস্থান(Rajasthan)। এবার এক হিন্দু পুরোহিতকে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটলো। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যে ভয়াবহ অত্যাচারের পর ওই পুরোহিতকে খুন করা হয়েছে।

গত ১৪ই আগস্ট সকালে রাজস্থানের নাগৌর জেলার রসাল গ্রামে আশ্রমের ভিতরে হিন্দু পুরোহিত মহারাজ মোহনদাস-এর দেহ উদ্ধার হয়। ৭২ বছর বয়সী ওই পুরোহিত বিগত ১৪ বছর ধরে ওই আশ্রমে পূজা ও নিত্য সেবার কাজ করে আসছিলেন। তিনি রাতে ওই আশ্রমেই থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে গতকাল সকালে আশ্রমের মেঝেতে ওই পুরোহিতের দেহ পড়ে ছিল। ওই পুরোহিতের হাত ও পা বাঁধা ছিল। মুখে কাপড়ের টুকরো গোঁজা ছিল। সারা শরীরে আঘাতের ফলে চাপ চাপ রক্তের দাগ ছিল। মেঝেতে জুতোর দাগ ছিল।

পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে আশ্রমে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ওই পুরোহিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিয়ে আসা হয় ডগ স্কোয়াড।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যে ভয়াবহ অত্যাচার করে ওই পুরোহিতকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই পুরোহিত, মেঝেতে ছটকানোর চিন্হতে তা স্পষ্ট।

ঘটনার বিষয়ে কুচামান থানার SHO সুরেশ কুমার বলেন, “ওই পুরোহিত আশ্রমে একা থাকতেন। ওই পুরোহিতের হাত ও পা বাঁধা ছিল, মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল। এসবই খুনের দিকে ইঙ্গিত করছে। আমরা খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছি”।

এদিকে পুরোহিত খুনের ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ গ্রামবাসীরা। গতকাল তাঁরা রাস্তা অবরোধ করে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় ক্রুদ্ধ গ্রামবাসীরা ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!