West Bengal

কলকাতা হাইকোর্ট: জ্ঞান হারালেন সহকারী রেজিস্টার, শিবলিঙ্গ সরানোর রায় বদলালেন বিচারপতি

অভূতপূর্ব ঘটনার স্বাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট(Calcutta HC)। জমি থেকে শিবলিঙ্গ সরানোর রায় দেওয়ার সময় অলৌকিকভাবে জ্ঞান হারিয়ে ফেললেন সহকারী রেজিস্টার। আর তার কিছুক্ষন পরেই সুস্থ হয়ে ফেরার পরই রায় বদলে ফেললেন বিচারপতি। স্পষ্ট জানিয়ে দিলেন যে এই মামলায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। নিম্ন আদালতেই এই মামলার শুনানি হবে। গত ৭ই আগস্ট কলকাতা হাইকোর্টে এমন ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ঐদিন আদালতে জমি বিবাদ নিয়ে শুনানি চলছিল। বিচারপতি জয় সেনগুপ্ত জমি থেকে সরানোর রায় দিচ্ছিলেন। সেই রায় নথিভুক্ত করছিলেন সহকারী রেজিস্টার বিশ্বনাথ রাই। তখন হঠৎাই জ্ঞান হারান বিশ্বনাথ। তড়িঘড়ি তাকে হাইকোর্টের হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পরে জ্ঞান ফিরে আসে তাঁর। পুনরায় কোর্টরুমে আসেন বিচারপতি এবং তার কিছুসময় পরে আসেন সহকারী রেজিস্টার।

বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে এই মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। এই মামলার সমাধান নিম্ন আদালতের রায়ের ভিত্তিতেই হবে। আর সেই রায় দুই পক্ষকে মেনে নিতে হবে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার বেলডাঙার বাসিন্দা সুদীপ পাল এবং গোবিন্দ মন্ডলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এই বছরের মে মাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পরে দুজনে একে ওপরের স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পরে দুজনেই নিম্ন আদালত থেকে জামিন পান। কিন্তু নিম্ন আদালতে মামলা চলাকালীন ঘটনা অন্যদিকে মোড় নেয় সুদীপ পালের অভিযোগ ঘিরে। সুদীপ পাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে জানান যে গোবিন্দ মন্ডল ওই জমিতে শিবলিঙ্গ স্থাপন করেছে, আর আদালত যেন জমি থেকে শিবলিঙ্গ সরানোর রায় দেন। কিন্তু গোবিন্দ মন্ডল দাবি করেন যে তিনি জমিতে শিবলিঙ্গ স্থাপন করেননি। বরং জমিতে অলৌকিকভাবে শিবলিঙ্গটি উঠে এসেছে।

দুইপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ওই জমি থেকে শিবলিঙ্গ সরানোর নির্দেশ দেন। সেই রায় রেকর্ড করার সময় হঠাৎই ঝাঁকুনি দিয়ে জ্ঞান হারান সহকারী রেজিস্টার বিশ্বনাথ রাই। তারপরই নিজের দেওয়া রায় বদলে ফেলেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ দেন যে এই মামলার সমাধান নিম্ন আদালতে হবে। হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!