Ghar Wapsi

মধ্য প্রদেশ: ইসলাম ত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন ১৯০ জন

পূর্ব পুরুষের সনাতন হিন্দু ধর্মে ফিরলেন মধ্য প্রদেশের ১৯০ জন মুসলিম বাসিন্দা। বৈদিক মতে যজ্ঞে আহুতি দিয়ে শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে এলেন তাঁরা(Ghar Wapsi in Madhya Pradesh)। ঘটনা মধ্য প্রদেশের দেওয়াসের।

গত ১লা আগস্ট, সোমবার নেমাভার এলাকায় নর্মদা নদীর তীরে শুদ্ধি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দ গিরি মহারাজ। পুরুষরা মস্তক মুন্ডন করে নর্মদা নদীতে স্নান করেন। তারপর যজ্ঞে আহুতি দিয়ে হিন্দু ধর্মে ফিরে আসেন তাঁরা।

আসলে ওই ৩৫টি পরিবার রাতলাম জেলার আম্বা গ্রামের বাসিন্দা। প্রায় চার বছর আগে আনন্দ গিরি মহারাজের সংস্পর্শে আসেন ওই মুসলিম পরিবারগুলি। সেই সময় অনেকেই আনন্দ গিরি মহারাজের কাছে পূর্বপুরুষের ধর্মে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

জানা গিয়েছে, হিন্দু ধর্মে ফেরা ১৯০ জনের মধ্যে ৫৫ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং বাকি সকলেই শিশু। চার পুরুষ আগে পরিস্থিতির চাপে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের পূর্বপুরুষরা, এমনটাই জানিয়েছেন তাঁরা। আজ স্বধর্মে ফিরতে পেরে আনন্দিত বোধ করছেন, জানিয়েছেন কয়েকজন। সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করার পর সকলকে রীতি মেনে নতুন নামও দেওয়া হয়েছে।

হিন্দু ধর্ম গ্রহণ করার পর মহম্মদ শাহ হয়েছেন রাম সিং। রাম সিং বলেন, “আজ আমি খুব খুশি। আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরতে পেরে আনন্দিত বোধ করছি। আমাদের শিরায় ভারতের প্রাচীন ঐতিহ্য বয়ে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!