India

উত্তর প্রদেশ: মহরমের মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, গ্রেপ্তার ৩৩

মহরমের ধর্মীয় মিছিলে উপছে পড়লো পাকিস্তান প্রেম। মিছিল চলাকালীন ঘন ঘন দেওয়া হলো ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসলো পুলিশ। FIR দায়ের করে গ্রেপ্তার করলো ৩৩ জনকে। ঘটনা উত্তর প্রদেশের জৈনপুরের।

খবর অনুযায়ী, মহরমের মিছিলে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে ‘আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়। সেই ভিডিও দেখে নেটিজেনদের বড়ো অংশ স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন।

নেটিজেনদের কেউ কেউ জানান যে ওই ভিডিওটি মীরগঞ্জ থানার অন্তর্গত গোধনা গ্রামের। পরে ঘটনার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানায় যে ভিডিওটি সঠিক। আরও জানানো হয় যে গত ২৯শে জুলাই ওই গ্রামের একদল মুসলিম বাসিন্দা মহরমের তাজিয়া নিয়ে মিছিল বের করেন। সেই মিছিলেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় একদল মুসলিম যুবক।

পরে সেই ভিডিও দেখে ৩৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩A, ১৫৩B, ২৫৯A, ১৮৮ এবং ৫০৫(২) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!