World

তামিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা, প্যারিসে গিয়ে আজব মন্তব্য নরেন্দ্র মোদীর

বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের সরকারের সঙ্গে অস্ত্র চুক্তির পাশাপাশি সেদেশে থাকা ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ ভাষণও দেন। আর সেই ভাষণে আজব দাবি করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ভাষার মাহাত্ম্য বোঝাতে গিয়ে বলে বসলেন যে তামিল ভাষা নাকি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা।

ভারতের ভাষা বৈচিত্রের কথা বোঝাতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন যে ভারতের স্কুলে প্রায় ১০০টি ভাষা পড়ানো হয়। নানা ভাষার নানা লিপি রয়েছে। আর ভারতীয়দের কাছে সবচেয়ে গর্বের বিষয় এই যে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা তামিল ভারতীয়দের মুখের ভাষা।

উল্লেখ্য, তামিল ভাষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন আজব দাবি দেশে এই প্রথম নয়। এর আগে সংস্কৃত ভাষাকে খাটো করে দেখানোর অপচেষ্টা শুরু করেন এক শ্রেণীর পেরিয়ারবাদি তামিল বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতা। সেই সময়ে প্রচার করা হয় তামিল বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা। এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এরই মাঝে নরেন্দ্র মোদীর এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

রাজ্যনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিল ভাষাভাষী ভোটারদের কাছে টানতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে তামিলনাড়ুতে বিজেপির উত্থানকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য। কারণ ইদানিং সময়ে তামিলনাড়ুতে বিজেপির জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। তাদের খুশি করতেই এমন মন্তব্য মোদীর, বলছেন অনেকে।

তবে মোদীর এমন মন্তব্যে খুশি নেটিজেনদের একটা বড় অংশ। কারণ পৃথিবীর প্রাচীন ভাষা সংস্কৃত – এটাই বিশ্বে স্বীকৃত। পৃথিবীর প্রাচীন সব গ্রন্থ অর্থাৎ হিন্দু শাস্ত্রীয় গ্রন্থ সবই সংস্কৃত ভাষায় লিখিত। যদিও সংস্কৃতের জন্মভূমি ভারতে দীর্ঘ সময় ধরে এই ভাষা উপেক্ষিত। মোদী সরকারের আমলেও তার কোনোও পরিবর্তন হয়নি। তারপরেও কোনও প্রমাণ ও স্বীকৃতি ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী, বলছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!