Love Jihad

বারাণসীতে লাভ জিহাদ: প্রদীপ গুপ্তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে পালালেন শাকিব

দেশে লাভ জিহাদ(Love Jihad) থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। লাভ জিহাদ যেনো মহামারীর রূপ নিয়েছে। প্রায় রোজই দেশের বিভিন্ন প্রান্ত লাভ জিহাদের ঘটনা সামনে আসছে। এবার তেমনই একটি ঘটনার খবর সামনে এলো উত্তর প্রদেশের বারাণসী থেকে।

বারাণসীর পিন্ডরা বাজারের বাসিন্দা প্রদীপ গুপ্তার অভিযোগ, শাকিব নামে এক মুসলিম যুবক তাঁর স্ত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাঁর পুত্র সন্তানকেও সঙ্গে নিয়ে গিয়েছে। তারপর থেকে নিজের স্ত্রী ও পিতৃ সন্তানকে ফিরে পেতে পাগলের মত ঘুরে বেড়াচ্ছেন প্রদীপ।

জানা গিয়েছে, বাজারে প্রদীপ গুপ্তার একটি ভাঙাচোরা জিনিস কেনাবেচার দোকান রয়েছে। দুই কন্যা এবং এক পুত্র সন্তান নিয়ে তাঁর সুখের সংসার ছিল। বেশিরভাগ সময় নিজের দোকান নিয়েই ব্যস্ত থাকতেন প্রদীপ। দুপুরে দোকানে কোনোদিন স্ত্রী কিংবা কন্যারা খাবার পৌঁছে দিয়ে যেত।

প্যায়ারা ভারত নামে ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ গুপ্তা জানিয়েছেন যে ওই বাজারে শাকিবের ফার্নিচারের দোকান ছিল। একবার ফার্নিচার বানাতে গিয়ে শাকিবের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে তাঁর দোকানে আসা যাওয়া ছিলো শাকিবের। ধীরে ধীরে শাকিবের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। দোকানে স্ত্রী যেহেতু মাঝে মধ্যেই আসতো, তাই তাঁর স্ত্রীর সঙ্গে শাকিবের পরিচয় ছিল। কিন্তু এরই মাঝে কিভাবে শাকিবের সঙ্গে তাঁর স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলো, তা কিছুতেই ভেবে বের করতে পারছেন না প্রদীপ।

প্রদীপ গুপ্তার অভিযোগ, দিন দশেক আগে হঠাৎই ছয় বছরের পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান তাঁর স্ত্রী। শশুর বাড়ী থেকে শুরু করে সব আত্মীয়ের বাড়িতেও খোঁজ খবর করে স্ত্রী ও পুত্রের কোনও খোঁজ পাননি তিনি।

পরের দিন বিকেলে শাকিব ফোন করে প্রদীপ গুপ্তাকে। প্রদীপের অভিযোগ, শাকিব বলে যে পুলিশের কাছে গেলে ফল ভালো হবে না। স্ত্রী ও পুত্র সন্তান তাঁর কাছে রয়েছে বলে জানায় শাকিব। দুজনকে মুসলমান বানানো হবে এবং স্ত্রীকে বিয়ে করার কথা বলে শাকিব। যদি পুলিশে অভিযোগ দায়ের করা হয়, তবে স্ত্রী ও সন্তানকে হত্যা করার হুমকি দেয় শাকিব, অভিযোগ করেছেন প্রদীপ।

বর্তমানে প্রদীপের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অসহায় প্রদীপের পাশে দাঁড়িয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

(Credits: The above article is written based on the inputs from the above embedded YouTube video by Pyara BHARAT YouTube Channel.)

Image Credits: Screenshot from the video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!