India

অমরনাথ যাত্রায় দুই আমেরিকান সন্ন্যাসী; বললেন, ‘৪০ বছরের পুরানো স্বপ্ন পূরণ হলো’

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এ বছরের অমরনাথ যাত্রা(Amarnath Yatra) অনুষ্ঠিত হচ্ছে। সেনা বাহিনীর পাহারায় দুর্গম পথ পেরিয়ে অমরনাথ যাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার ভক্ত। আর এই যাত্রায় সামিল হতে ভারতে এলেন দুই জন আমেরিকান হিন্দু সন্ন্যাসী। শিব লিঙ্গের দর্শন করে জানালেন, “৪০ বছরের পুরোনো স্বপ্ন পূরণ হলো।”

অমরনাথ যাত্রায় অংশ নিয়ে অনুভূতি কেমন? এই প্রশ্নের উত্তরে ওই দুই সন্ন্যাসী জানান যে অমরনাথ যাত্রার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অমরনাথ দর্শন করার পর যে মানসিক শান্তি অনুভূত হয়েছে, তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না বলে জানিয়েছেন তাঁরা।

ওই সন্ন্যাসীরা আরও জানান যে স্বামী বিবেকানন্দের লেখা পড়েই অমরনাথ যাত্রার কথা জানতে পারেন তাঁরা। স্বামী বিবেকানন্দের লেখায় অমরনাথ দর্শনের যে অনুভূতি খুঁজে পাওয়া যায়, তা তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই থেকেই অমরনাথ দর্শনের ইচ্ছা তাদের মনে লালন করে এসেছিলেন তাঁরা। এর আগে একাধিকবার চেষ্টা করলেও অমরনাথ দর্শনে আসতে পারেননি তাঁরা। শেষমেষ এইবারে বহু বছরের পুরনো স্বপ্ন পূরণ হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

উল্লেখ্য, ওই দুই হিন্দু সন্ন্যাসী গেরুয়া বস্ত্র পরেই অমরনাথ তীর্থ যাত্রায় অংশ নিয়েছিলেন। দুই জনই আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বহু বছর আগেই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা। তারপর দীর্ঘ দিন হিন্দু ধর্মীয় শাস্ত্র নিয়ে পড়াশোনার পর সন্ন্যাস গ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের লেখা ও বাণীর বিরাট প্রভাব রয়েছে তাদের জীবনে, এমনটাই জানিয়েছেন ওই দুই সন্ন্যাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!