World

বালোচিস্তানের সেনা ছাউনিতে জঙ্গি হামলা, মৃত ৯ পাকিস্তানি সেনা

বালোচিস্তানের সেনা ছাউনিতে জঙ্গি হামলায় মৃত্যু হলো ৪ সেনা জওয়ানের এবং আহত ৫। গতকাল ১২ই জুলাই, বুধবার ভোরে ওই সেনা ছাউনিতে হামলার ঘটনা ঘটে।

জানা গিয়েছে, উত্তর বালোচিস্তানের ঝোব জেলার সেনা ছাউনিটি অবস্থিত। গতকাল ভোরে ওই সেনা ছাউনিতে সশস্ত্র ৫ জঙ্গি ঢোকার চেষ্টা করে, জানিয়েছে পাকিস্তানি সেনার মিডিয়া উইং। কিন্তু প্রহরায় থাকা জওয়ানদের নজরে পড়লেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় সংঘর্ষ চলার পর ৩ জঙ্গি মৃত্যু হয়। ঘটনায় ৪ পাকিস্তানি সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে।

ঝোব জেলার কমিশনার আজিম কাকার জানিয়েছেন যে জঙ্গি ও সেনার সংঘর্ষের মাঝে পড়ে এক মহিলা নাগরিকের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন। ঘটনায় আহত সাধারণ নাগরিকদের চিকিৎসার জন্য কোয়েটার হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকিস্তানের “Inter-Services Public Relations (ISPR)” এক বিবৃতি জারি করে জানিয়েছে যে ভবিষ্যতে এমন হামলা হলে তা প্রতিরোধ করতে সক্ষম পাকিস্তানি সেনবাহিনী।

এদিকে এই হামলার পরই দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামে একটি নতুন জঙ্গি সংগঠন। খুব শীঘ্রই হামলায় জড়িত জিহাদিদের নাম ও ছবি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী হামলায় আহত ৫ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯ জন পাকিস্তানি সেনার মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!