India

গুজরাট: আল-কায়দা মডিউলের জিহাদী কার্যকলাপে জড়িত, সুরাতে গ্রেপ্তার বাংলাদেশি

জিহাদী গোষ্ঠী আল-কায়দার মডিউলের সদস্য হিসেবে জঙ্গি কার্যকলাপে জড়িত এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো গুজরাট এটিএস(Gujrat ATS) এবং সুরাত ক্রাইম ব্রাঞ্চ। আজ ১১ই জুলাই, মঙ্গলবার সকালে ওই বাংলাদেশি জিহাদীকে সুরাত থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত জঙ্গি বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা।

জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ভারতে অনুপ্রবেশ করে ওই বাংলাদেশি। সে জিহাদী গোষ্ঠী আল-কায়দার সক্রিয় সদস্য। বাংলাদেশে থাকা আল কায়দা মডিউলের নির্দেশে ভারতের একাধিক রাজ্যে জিহাদী মডিউল গড়ে তোলার কাজ করে যাচ্ছিল সে। মূলত শহরের মুসলিম যুবকদের মগজধোলাই করে আল কায়দার জিহাদী নেটওয়ার্কে যুক্ত করার কাজ করে যাচ্ছিল ওই বাংলাদেশি।

গুজরাট এটিএসের তরফে আরও জানানো হয়েছে যে ওই বাংলাদেশি জিহাদী মডিউল তৈরির পাশাপাশি অর্থ সংগ্রহ এবং ভবিষ্যতের হামলার জন্য জিহাদিদের প্রস্তুত করার করে যাচ্ছিল। এছাড়াও, রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করে বাংলাদেশে পাঠানোর কাজ করে যাচ্ছিল ধৃত বাংলাদেশি নাগরিক।

উল্লেখ্য, গত পাঁচ দিন ধরে গুজরাট জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন এটিএসের গোয়েন্দারা। গুজরাটের মাটিতে সক্রিয় ইসলামিক স্টেট অফ খোরাসান এবং আল কায়দার নেটওয়ার্কে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এটিএস। তাদেরকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন যে ভারতের মাটিতে সক্রিয় আল কায়দা মডিউল পরিচালিত হচ্ছে বাংলাদেশের মাটি থেকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহে সক্রিয় আল-কায়দার মডিউল। সেখানে থাকা দুই হ্যান্ডলার শরিফুল ইসলাম এবং শায়বার নির্দেশে কাজ করে যাচ্ছে গুজরাটে থাকা আল কায়দার নেটওয়ার্ক। আপাতত পুরো নেটওয়ার্কের কোমর ভেঙে দিতে উঠে পড়ে লেগেছেন গুজরাট এটিএসের গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!