West Bengal

শিতলকুচি: বিজেপি সমর্থকদের বাড়িতে বোমা মারতে গিয়ে মৃত্যু তৃণমূল কর্মী লতিফ মিঞার

ভোটের দিন দুপুরে বোমা মারতে গিয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম লতিফ মিঞা। লতিফ শিতলকুচি থানার অন্তর্গত কার্যিদিঘী গ্রামের বাসিন্দা। গতকাল ৯ই জুলাই সন্ধ্যায় কোচবিহারের হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, ভোটের দিন অর্থাৎ ৮ই জুলাই নিজের গ্রামের ভোট ছেড়ে শিতলকুচির নাককাটি গ্রামে গিয়েছিলেন সক্রিয় তৃণমূল কর্মী লতিফ। অভিযোগ, লতিফ বেশ কয়েকজন দুষ্কৃতিকে নিয়ে ওই গ্রামের দাসপাড়ায় বোমাবাজি করতে গিয়েছিলেন। সূত্রের খবর, বোমা ছোঁড়ার সময় কোনও কারণে একটি বোমা ফেটে যায়। আর তাতেই গুরুতর আহত হয় সে। তাঁর হাতে, বুকে ও পেটে আঘাত লাগে।

তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে শিতলকুচি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারের জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯ই জুলাই সন্ধায় মৃত্যু হয় তাঁর।

উল্লেখ্য, দাসপাড়ায় বিজেপি যথেষ্ট শক্তিশালী। বিজেপি সমর্থকদের ভয় দেখিয়ে মনোবল ভাঙতেই বোমা মারতে গিয়েছিলেন লতিফ ও তাঁর সঙ্গীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। দাসপাড়ার বাসিন্দারা জানিয়েছেন যে ভোটের দিন বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমার আঘাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে লতিফের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামে। কার্যিদিঘী গ্রামের একদম দক্ষিণে সীমান্তের কাঁটাতারের কাছেই বাড়ি লতিফের। আজ দুপুর নাগাদ তাঁর দেহ গ্রামের আসার কথা। তার আগেই বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!