Ghar Wapsi

মথুরা: হিন্দু ধর্ম গ্রহণ করলেন মুসলিম যুবতী; বললেন, ‘ইসলামে মহিলাদের কোনও সম্মান নেই’

সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন উত্তর প্রদেশের মথুরার এক মুসলিম যুবতী। হিন্দু ধর্ম গ্রহণ করার পিছনে কারণ হিসেবে সাফ জানালেন, ‘ইসলামে মহিলাদের কোনও সম্মান নেই’।

জানা গিয়েছে, ওই মুসলিম তরুণীর নাম ছিল আরশি খান(২৪)। স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করার পর তাঁর নতুন নাম হয়েছে আরুষি। এখন থেকে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করবেন বলে জানিয়েছেন ওই তরুণী।

হিন্দু ধর্ম গ্রহণের পর ওই তরুণী মথুরার SSP অফিসে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তরুণী জানিয়েছেন যে সে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছে। হিন্দুরা দেবী দুর্গা, মা লক্ষী কিংবা মা সীতার পূজা করলেও ইসলামে মহিলাদের কোনও সম্মান নেই। তাই ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন ওই তরুণী।

ওই তরুণী আরও জানান যে হিন্দু ধর্ম গ্রহণ করতে তাকে কেউ জোর করেনি কিংবা প্রভাবিত করেনি। ভগবান শ্রী কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থেকেই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। এছাড়াও, হিন্দু ধর্মে মেয়েদের দেবী হিসেবে পূজা করার মতো সম্মানীয় বিষয় তাঁর মন জয় করে নিয়েছে। আর তাই হিন্দু গ্রহণ করার সিদ্ধান্ত নেন, জানিয়েছেন ওই তরুণী।

Image Credits: Times of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!