World

কানাডা: বাড়ছে খালিস্তানি উগ্রপন্থা, পোস্টারে লেখা ‘কিল ইন্ডিয়া’; উদ্বিগ্ন ভারত

কানাডায় বেড়ে চলেছে খালিস্তানি উগ্রপন্থীদের দাপট। এবার ভারত বিরোধী পোস্টারে ছয়লাপ কানাডার একাধিক শহর। পোস্টারে থাকা ভাষা চিন্তা বাড়িয়েছে ভারতের। আর এর পরই ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। একপ্রকার কানাডাকে সতর্ক করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

উল্লেখ্য, আগামী ৮ই জুলাই কানাডায় ‘খালিস্তানি ফ্রিডম র‌্যালি”- এর ডাক দিয়েছে উগ্রপন্থীরা। সেই মিছিল উপলক্ষে কানাডার বিভিন্ন শহরে পোস্টার লাগানো হয়েছে। সেই সব পোস্টারে লেখা ‘কিল ইন্ডিয়া’। সেই পোস্টারে থাকা হুমকিতে উদ্বিগ্ন কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা। উদ্বিগ্ন ভারতও। ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ম্যককাওভকে ডেকে পাঠিয়ে কড়া বার্তা দিলো মোদী সরকার।

এদিকে কানাডার সরকার এবং স্থানীয় প্রশাসন অবশ্য জানিয়েছে যে এ ধরণের পোস্টার এবং ভারত বিরোধী কার্যকলাপ একেবারেই মেনে নেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জলি জানিয়েছেন, “ভারতীয় কূটনীতিকদের সুরক্ষার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। ৮ই জুলাইয়ের মিছিল ঘিরে যে ধরণের প্রচার চালানো হচ্ছে, সে কথা মাথায় রেখে কানাডা সমস্ত ভারতীয় কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে।”

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খালিস্তানপন্থী উগ্রপন্থীরা। এই বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত সরকার। দুই দেশই একে অপরের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চায় বলে জানানো হয়েছিল ভারত সরকারের তরফে। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতিও দিয়েছিল কানাডা সরকার। কিন্তু তারপরেও যেভাবে খালিস্তানি উগ্রপন্থা বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!