India

মণিপুর: বিষ্ণুপুরে গুলির লড়াই, মৃত ৩ মেইতেই হিন্দু

মণিপুর(Manipur)-এ হিংসা বন্ধ হওয়ার নামগন্ধ নেই। এবার কুকি উগ্রপন্থীদের গুলিতে মৃত্যু হলো ৩ জন মেইতেই হিন্দুর। গত ২রা জুলাই, রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর জেলার কুম্বি থানার অন্তর্গত খোইজুমানতাবি গ্রামে।

জানা গিয়েছে, মৃত তিনজন হলেন হাওবাম ইপোচা(৩৭), নিঙ্গমবাম ইবোমচা(৩৫) ও নাওরেম রাজকুমার(২৪)। মৃতরা সকলেই মেইতেই হিন্দু সম্প্রদায়ের। এছাড়াও কুকি উগ্রপন্থীদের গুলিতে আহত হয়েছেন ৪ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে গুলির লড়াই শুরু হয় শনিবার গভীর রাত থেকে। গ্রামটি পাশের চূড়াচাঁদপুর জেলার সীমান্তে অবস্থিত। ওই গ্রামে মাত্র কয়েক ঘর মেইতেই হিন্দু পরিবারের বসবাস। ঘটনার দিন রাতে হঠাৎই গ্রামের মেইতেইদের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে কুকি উগ্রপন্থীরা। মেইতেই হিন্দুরাও পাল্টা জবাব দেয়। তাতে মৃত্যু হয় এক জনের। অনেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যান ২ জন মেইতেই হিন্দু। পরে মেইতেই হিন্দুদের গ্রাম রক্ষী বাহিনীর দুজনকে ঠাণ্ডা মাথায় গুলি করে খুন করে কুকি জঙ্গিরা। তারপর দেহ গ্রামের বাইরে ফেলে পালিয়ে যায় কুকি জঙ্গিরা।

এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে খোইজুমানতাবি গ্রামে আসেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনজনের মৃতদেহে শ্রদ্ধা জানান তিনি। সেই সময় কয়েকশো মহিলা মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তা সামাল দেন এবং মুখ্যমন্ত্রীকে নিরাপদে বের করে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!