India

তামিলনাড়ু: মন্দির অপবিত্র করা নিয়ে খবর প্রকাশ করায় নিউজ পোর্টালের বিরুদ্ধে FIR দায়ের

ফ্যাসিস্ট শাসনের নমুনা দেখলো তামিলনাড়ু। মন্দিরে জোর করে পুলিশ প্রবেশ করা, মন্দির অপবিত্র করার বিরুদ্ধে খবর প্রকাশ করায় তামিলনাড়ুর জনপ্রিয় ডিজিটাল নিউজ পোর্টাল ‘কমিউন ম্যাগ’(The Commune Mag)-এর বিরুদ্ধে FIR দায়ের করলো তামিলনাড়ু পুলিশ। সেই সঙ্গে পোর্টালের সম্পাদক শ্রী কৌশিক সুব্রামানিয়ামকে থানায় হাজিরা দেওয়ার নোটিশও ধরিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮শে জুন, নিউজ পোর্টালে প্রকাশিত খবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেখ সিরাজউদ্দিন নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি আবার রেভিনিউ দপ্তরে চাকরি করেন। ওই ব্যক্তির অভিযোগ, বাস স্ট্যান্ডে তিনি দুই ব্যক্তিকে বলাবলি করতে শুনেছেন যে চিদাম্বরম নটরাজ মন্দিরে পুলিশ এবং HR & CE দপ্তরের অফিসাররা যা করেছেন, তা ঠিক করেননি। এই কথা শুনে সিরাজউদ্দিন নামে ওই ব্যক্তির মনে হয়েছে যে এই খবর ছড়িয়ে পড়লে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে পুলিশ।

সেই অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে কমিউন ম্যাগ-এর সম্পাদক কৌশিক সুব্রামানিয়ামের বাড়িতে পৌঁছায় চিদাম্বরম থানার পুলিশ। দীর্ঘক্ষণ জেরা করা হয় তাকে। জেরা করার পাশাপাশি নোটিশ দিয়ে আগামী ৪ঠা জুলাই থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়।

প্রসঙ্গত, তামিলনাড়ুর চিদাম্বরম নটরাজ মন্দির একটি জনপ্রিয় মন্দির। এই মন্দিরের নিয়ন্ত্রণ রয়েছে পুরোহিতদের হাতে, যারা স্থানীয় ভাষায় ‘দিক্ষীতার’ নামে পরিচিত। গত জুন মাসের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত মন্দিরে আনি থিরুমাঞ্জানাম উৎসব অনুষ্ঠিত হচ্ছিলো। সেই সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেন দীক্ষিতাররা। এমনকি বিজ্ঞপ্তি দিয়ে দর্শনের সময় পরিবর্তন করা হয়। আর এতেই ক্ষুব্ধ হয় তামিলনাড়ু সরকারের মন্দির নিয়ন্ত্রক দপ্তর HR & CE। ওই দপ্তরের আধিকারিকরা বিশাল সংখ্যক পুলিশ নিয়ে পৌঁছে যান ওই মন্দিরে। হেনস্থা করা হয় মন্দিরের পুরোহিতদের। এমনকি পুরোহিতদের পৈতা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুরোহিতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো তামিলনাড়ু জুড়ে। অনেকেই সরকারের এবং পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। সেই ঘটনার খবর প্রকাশ করে কমিউন ম্যাগ।

ওয়াকিবহাল মহলের অভিযোগ, জনপ্রিয় চিদাম্বরম নটরাজ মন্দিরের দখল ও নিয়ন্ত্রণ নিতে চায় তামিলনাড়ু সরকার। আর তাই পুলিশ পাঠিয়ে পুরোহিতদের হেনস্থা করা হয়েছে। আর এ বিষয়ে জনগণের প্রতিবাদের মুখ বন্ধ করতেই পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। আর সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে নিউজ পোর্টাল কমিউন ম্যাগ-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

(CLICK HERE to read the original Story. )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!