West Bengal

ফেসবুকের প্রেমের টানে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার বাংলাদেশি নুরতাজ আক্তার

বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি মুসলিম মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম নুরতাজ আক্তার(১৮)। সে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এনায়েতপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে নুরতাজের সঙ্গে পরিচয় হয় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার তেঁতুলতলা এলাকার বাসিন্দা শেখ শামীমের সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই মত প্রেমিকের সঙ্গে সংসার করতে ভারতে আসার সিদ্ধান্ত নেন।

সেই মতো মাস তিনেক আগে দালালের সাহায্যে ভারতে অনুপ্রবেশ করে নুরতাজ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে সে। এপারে থাকা তাঁর প্রেমিক শামীম তাকে নিয়ে সোজা পৌঁছে যায় বর্ধমানের গ্রামের বাড়িতে। সেখানেই ইসলামিক রীতি মেনে দুজনের ‘নিকাহ’ সম্পন্ন হয়। তারপর থেকেই দুজনের খুব সুখে দিন কাটছিল।

এরই মধ্যে নুরতাজের বিষয়ে জানতে পারে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি। কমিটির তরফে গত ২৪শে জুন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশের দায়ে নুরতাজ আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে তাকে সহযোগিতা করার অভিযোগে শেখ শামীমকেও গ্রেপ্তার করা হয়েছে।

Image Credits: Uttarbanga Sambad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!