India

ত্রিপুরা: অনুপ্রবেশ অব্যাহত, গ্রেপ্তার বাংলাদেশি এবং ইরানের নাগরিক

ত্রিপুরা(Tripura)-য় অনুপ্রবেশের স্রোত অব্যাহত। এবার বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক শাহীন মন্ডল এবং অন্যজন ইরানের নাগরিক ইয়াকুব ইয়াজাদানবক্স। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধৃতদের সঙ্গে পাকিস্তানি জিহাদী গোষ্ঠীর যোগ রয়েছে।

জানা গিয়েছে, গত ২০শে জুন আগরতলার অশ্বিনী মার্কেট এলাকায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারপরই পুলিশে খবর দেন তাঁরা। আমতলী থানার পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

থানায় জেরার সময় কেউই ভারতে আসার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় যে তাঁরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। তাদের মোবাইলে পাকিস্তানি জিহাদী গোষ্ঠীর কিছু ছবি ও তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে তাঁরা এদেশে অনুপ্রবেশ করেছে, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!