World

কানাডা: রহস্যজনকভাবে খুন হলেন খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তর্গত সারে শহরে রহস্যজনকভাবে খুন হলেন খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জর। ভারতে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল তাঁর।

আজ সকালে কয়েকজন আততায়ী গুরুদ্বারের সামনে হরদীপ সিংকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হরদীপ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জর ভারতে খালিস্তান বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত ছিলেন। কানাডার সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের সভাপতি ছিলেন হরদীপ সিং। পাশাপাশি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন শিখ ফর জাস্টিস(SFJ)- এর সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল NIA। এমনকি তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছিল NIA। আর তারপরেই হরদীপ সিং রহস্যজনকভাবে খুন হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!