India

কর্ণাটক: ক্ষমতায় ফিরেই ধর্মান্তরন বিরোধী আইন বাতিল করলো কংগ্রেস

সদ্য সমাপ্ত নির্বাচনের ফলে কর্ণাটকের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্ধারামাইয়া। আর তারপরই পূর্বতন বিজেপি সরকারের পাস করা একের পর এক আইন বাতিল করে চলেছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো হিন্দু স্বার্থে পাস করা ধর্মান্তরণ বিরোধী আইন(anti-conversion law)।

খবর অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন কর্ণাটক সরকারের ক্যাবিনেট বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পূর্বের সরকারের ধর্মান্তরন বিরোধী আইন বাতিল করা হবে। পরের মাসের বিধানসভার সত্রে সেই মর্মে বিল পেশ করা হবে বলে জানান কর্ণাটকের আইন মন্ত্রী এইচ কে পাতিল।

উল্লেখ্য, ২০২১ সালে কর্ণাটকের তৎকালীন বিজেপি সরকার “The Karnataka Protection of Right to Freedom of Religion Act” আইন পাস করে। সেই সময়ে বিরোধী দল থাকা কংগ্রেস এই দলের বিরোধিতা করেছিল।

এই আইনে ধর্মান্তরনের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছিল। আইনে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে, অর্থের বিনিময়ে কিংবা জোর করে কোনওভাবে এক ব্যক্তিকে তাঁর ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। যদি কারওর বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁর পাঁচ বছরের জেল হবে।

প্রসঙ্গত, কর্ণাটকের খ্রিস্টান এবং মুসলিম ভোটারদের খুশি করতে বরাবরই এই আইনের বিরোধিতা করে এসেছে কংগ্রেস। এমনকি নির্বাচন চলাকালীন কংগ্রেস নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় ফিরলে এই আইন বাতিল করবে তাঁরা। শেষমেষ সেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন সিদ্ধারামাইয়ার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!