India

তামিলনাড়ু: স্ত্রীকে অমানুষিক নির্যাতন, বিচার চেয়ে সেনা জওয়ানের কাতর আবেদন, ভাইরাল ভিডিও

কাশ্মীরে কর্মরত তামিলনাড়ুর সেনা জওয়ানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে সেনা জওয়ানের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর স্ত্রী এবং ভাইকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, স্ত্রীকে নগ্ন করে নির্যাতন করা হয়। সুবিচার চেয়ে সেনা জওয়ানের জারি করা ভিডিও দেশজুড়ে ঝড় তুলেছে।

ভাইরাল ভিডিওতে তামিলনাড়ুর ডিজিপিকে আবেদন জানিয়ে ওই সেনা জওয়ান দুষ্কৃতীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আবেদন জানান। এদিকে ওই সেনা জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই।

জানা গিয়েছে, কাশ্মীরে কর্মরত ওই সেনা জওয়ানের নাম প্রবারকন। সে তিরুভান্নামালাই জেলার অন্তর্গত আর্নী এলাকার পাডাভেডু গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী কীর্তি একটি ঘর ভাড়া নিয়ে দোকান চালাতেন। ওই দোকানটি ভাড়া নেওয়া হয়েছিল রামু নামে এক ব্যক্তির কাছ থেকে। দোকানটি শ্রী রেনুকাম্পাল মন্দিরের উল্টো দিকে দোকানটি অবস্থিত ছিল। কিন্তু ভাড়ার চুক্তির সময় শেষ না হওয়া সত্বেও দোকান ঘর থেকে জোর করে উচ্ছেদ করা হয় কীর্তিকে।

দোকান থেকে উচ্ছেদের পূর্বে জমা দেওয়া ১৬ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানান কীর্তি। কিন্তু সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন রামু। অভিযোগ, গত ১০ই জুন, গুন্ডা ভাড়া করে নিয়ে আসে দোকান মালিক রামু এবং কীর্তিকে নগ্ন করে মারধর করা হয় এবং দোকান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি দোকানের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়।

খবর পেয়ে কীর্তির ভাই ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। সে গুন্ডাদের মুখোমুখি হলে তাকেও মারধর করা হয়।

এরপরই ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন ওই সেনা জওয়ান। সেই ভিডিওতে তামিলনাড়ুর ডিজিপিকে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। ওই সেনা জওয়ানের অভিযোগ, “স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আমার কাতর আবেদন এই যে আমার স্ত্রীকে বাঁচান। তাকে কাপড় খুলে বেধড়ক মারধর এবং নির্যাতন করা হয়েছে।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে দোকানের মালিক রামু নন, বরং দোকানের মালিক HR & CE দপ্তর। এদিকে তামিলনাড়ু পুলিশের তরফে ওই জওয়ানকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে।

( CLICK HERE to read the original Story )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!