Bangladesh

বাংলাদেশ: একই পরিবারের ৬ হিন্দু ভাইকে হত্যা, সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিলো আদালত

কক্সবাজার জেলার চকরিয়ার ডুলহাজারার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে শ্মশানে ধর্মীয় কার্যাদি করে ফিরে আসার পথে পিকআপ গাড়ি চাপা দেওয়ার ঘটনাটি মনে আছে আপনাদের? ঘটনাস্থলেই একসাথে ৫ ভাই ( ডা. অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক সশীল (৪০), চম্পক শীল (৩০) ও স্মরণ শীল (২৪)) প্রাণ হারান, পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রক্তিম শীল নামে আরো এক ভাই মারা যান।

ছবি: দোষী সাব্যস্ত সাইদুল ইসলাম এবং তাঁর গাড়ি

এই ঘটনার মাত্র এক বছর চার মাসের মাথায় বিচারকার্য শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তাই সেই পিকআপ চালক সাইদুল ইসলামকে “আমৃত্যু কারাদণ্ড” দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১০ইজুন দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!