India

আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ হবে: হিমন্ত বিশ্বশর্মা

আগামীতে আসামে আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ হবে, এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু সেইসব মাদ্রাসা বন্ধ হবে কিভাবে? হিমন্তর দাবি, যারা ওইসব মাদ্রাসাগুলো চালায়, তাঁরাই বন্ধ করবে।

গত ১০ই জুন, শনিবার গুয়াহাটিতে দূরদর্শন চ্যানেলের এক অনুষ্ঠানে অংশ নেন আসামের মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে তাকে আসামে মাদ্রাসা বন্ধ করা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে হিমন্ত নিজের সোজাসাপ্টা ভঙ্গিতে জবাব দেন।

হিমন্ত বলেন, “আমি বিশ্বাস করি যে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসা শিক্ষা উপযোগী নয়। তাঁরা কি বড়ো হয়ে মুল্লা হতে চায়? যদি মুসলিম পিতা মাতা তাদের সন্তানের স্বপ্নের সীমা বেঁধে দেয়, তবে আমি মনে করি যে এটা ওই সমস্ত শিশুদের প্রতি অন্যায়। হ্যাঁ যদি কোনও মুসলিম ছাত্র ছাত্রীর বয়স ১৬ হওয়ার পরেও মুল্লা হতে চায়, তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু একজন শিশুর ৬ বছর বয়স হওয়ার পরেই তাকে যদি ভুল স্কুলে ঢুকিয়ে দেন, যখন সে অনুভব করে, তখন অনেক দেরি হয়ে যায়।”

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “যদি আপনি আপনার সন্তানকে মুল্লা বানাতে চান, তাহলে তাকে সিদ্ধান্ত নিতে দিন। তাঁর বয়স ১৬ বছর হলে তাকে সিদ্ধান্ত নিতে দিন। ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিক্ষা দিন।”

প্রসঙ্গত উল্লেখ্য, হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সরকারি অর্থে চলা মাদ্রাসা বন্ধ করে দেন। তার বদলে মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করেন। সে নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। তা সত্বেও পিছু হটেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!