West Bengal

কোচবিহার: বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু

সীমান্তের কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর। গতকাল ভোর রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ঘটনাটি ঘটে। মৃত বাংলাদেশি পাচারকারীর পরিচয় এখনও জানা যায়নি।

খবর অনুযায়ী, গতকাল ভোররাতে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ২০২ খাসবশ দ্বারিকামারি গ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকায় একদল বাংলাদেশি পাচারকারী কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে আসতেই বাধা দেন তাদের বাধা দেন। কিন্তু পাচারকারীরা তাতে গুরুত্ব না দিয়েই ভিতরে ঢুকে পড়ে। বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালান ওই পাচারকারীরা। তখন বাধ্য হয়েই গুলি চালান বিএসএফ জওয়ানরা।

পরে বিএসএফ জওয়ানরা দেখেন যে কাঁটাতারের বেড়ার কাছে একজনের দেহ পড়ে রয়েছে। অন্য পাচারকারীরা অবশ্য বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হন। পরে দেহ উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। বিএসএফ তরফে জানানো হয়েছে যে মৃত পাচারকারীর বাড়ি বাংলাদেশে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!