Bangladesh

বাংলাদেশ: মাগুরার শিব মন্দিরে দুষ্কৃতী হানা, ভাঙচুর মূর্তি

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপরে মৌলবাদী শক্তির হামলা অব্যাহত। এবারের ঘটনা মাগুরা জেলার। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শিব মন্দিরে হামলা চালায় এবং মূর্তি ভাঙচুর করে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন স্থানীয় হিন্দুরা।

জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় হিন্দুরা মন্দিরের ভিতরে থাকা ভগবান শিবের মূর্তিটি ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তাঁরা দেখেন যে ভগবান শিবের মূর্তির মাথা ভেঙে নিচে ফেলে দেওয়া হয়েছে। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ভিড় জমান স্থানীয় হিন্দুরা।

স্থানীয় হিন্দুদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ইসলামিক মৌলবাদীরা এমন ঘটনা ঘটিয়েছে। মূর্তি ভাঙচুরকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙচুর করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে মে মাসের ৩০ তারিখে, একই দিনে তিনটি হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটেছিল পটুয়াখালী জেলায়। সেই ঘটনার তদন্তে নেমে মহম্মদ রাসেল নামে এক ইসলামিক মৌলবাদীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তার আগে নওগাঁও জেলার একটি মা কালী মন্দিরে আগুন দিয়েছিল দুষ্কৃতীরা। আগুনে মন্দিরের ভিতরে থাকা প্রতিমার বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!