West Bengal

কলকাতা: নকল আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিস, গ্রেপ্তার আব্দুল সাজিদ

কলকাতার বুকে নকল আধার কার্ড ও প্যান কার্ড তৈরির চক্রের খোঁজ পেলো পুলিশ। গত শনিবার শহরের রবীন্দ্র সরণি এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের মূল মাথা আব্দুল সাজিদ(৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একাধিক নকল আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, আব্দুল সাজিদ ও তাঁর কয়েকজন সঙ্গী মিলে বিভিন্ন ঠিকানা দিয়ে নকল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করতো। তারপর সেইসব নথি ব্যবহার করে খোলা হতো ব্যাংক অ্যাকাউন্ট। সেই সব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি কারবারের অর্থ লেনদেন করা হতো।

এমনকি তদন্তে আরও জানা গিয়েছে যে ওইসব নথি ব্যবহার করে ফেক কোম্পানি কোম্পানি খোলা হয়েছিল। সেই সব কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। এছাড়াও, ওইসব কোম্পানি ব্যবহার করে একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছে ধৃত আব্দুল।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একাধিক আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করার পাশাপাশি দশটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ, এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!