India

মধ্য প্রদেশ: জবলপুরে গড়ে উঠেছিল ইসলামিক স্টেটের জিহাদি ইউনিট, গ্রেপ্তার ৩

ইরাক ও সিরিয়ার মাটিতে নিজেদের জমি হারালেও ভারতের মাটিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের ইউনিট। গোয়েন্দা সংস্থা NIA-এর এক অভিযানে সেই জিহাদী গোষ্ঠীর ৩ সদস্য ধরা পড়ার পর তা স্পষ্ট হলো।

খবর অনুযায়ী, এক বিশেষ অভিযান চালিয়ে জবলপুরের বিভিন্ন এলাকা থেকে তিন মুসলিম যুবককে গ্রেপ্তার করে NIA। তিনজনই জিহাদী কার্যকলাপে যুক্ত ছিল। ধৃতরা হলো সৈয়দ মামুর আলী, মহম্মদ আদিল খান ও মহম্মদ শাহিদ। গত ২৬শে এবং ২৭শে মে রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করেন গোয়েন্দারা।

এক বিবৃতিতে NIA জানিয়েছে, ধৃতদের মধ্যে আদিল খানের উপরে গত ২০২২ সাল থেকে নজর রাখছিলেন গোয়েন্দারা। সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট(ISIS) ও তাদের মতাদর্শ প্রচার করতো। উদ্দেশ্য ছিল মুসলিম যুবকদের মগজধোলাই করে জিহাদী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করা। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি বিভিন্ন এলাকায় ‘দাওয়াহ’ কার্যক্রম পরিচালনা করতো সে।

NIA আরও জানিয়েছে যে আদিল এবং তাঁর সঙ্গীরা একাধিক মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় গোপন মিটিং করে ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য পরিকল্পনা করছে। তারপরই বিশেষ অভিযানে নামেন NIA-এর গোয়েন্দারা। রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আদিল, মামুর এবং শাহিদকে। পরে ধৃতদের বিশেষ NIA আদালতে পেশ করা হয়।

(Image Credits: PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!