আসাম: শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ দিলেন হিন্দু নাবালিকা, গ্রেপ্তার ড্রাইভার ইউসুফ আলী

শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত অটো থেকে রাস্তায় ঝাঁপ দিলেন এক হিন্দু নাবালিকা। ঘটনা আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি শহরের বৈঠাখাল এলাকার।

জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ওই নাবালিকা ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে অটোয় ওঠে। সামনের সিটে চালকের পাশে বসেছিলেন ওই ছাত্রী। অভিযোগ, কয়েক মিনিট পরই ওই ছাত্রীর শ্লীলতাহানি শুরু করেন চালক। ওই ছাত্রী বাধা দিলেও থামেনি সে। তারপরই নিজের সম্ভ্রম রক্ষা করতে চলন্ত অটো থেকে রাস্তায় ঝাঁপ দেন ওই নাবালিকা। পরে স্থানীয়রা ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয়রা ওই নাবালিকার বাড়িতে খবর দেয়।

এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন স্থানীয়রা। আজ শনিবার সকাল থেকে নাবালিকার পরিবার এবং স্থানীয়রা রাস্তায় অপেক্ষা করছিলেন। একের পর এক অটো দাঁড় করিয়ে অভিযুক্তের খোঁজ চলতে থাকে। এক সময় অভিযুক্ত অটো চালককে শনাক্ত করে ওই নাবালিকা। তারপর ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালককে ধরে মারধর শুরু করেন।

স্থানীয়রা অভিযুক্ত চালককে এক জায়গায় বেঁধে রেখে ফের মারধর শুরু করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চালক জানায় যে তাঁর নাম ইউসুফ আলী। সে আছিমগঞ্জের গোলঘেরী গ্রামের বাসিন্দা।

পরে স্থানীয়রা পাথারকান্দি থানায় খবর দিলে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে নাবালিকার পরিবার। ধৃতের কঠিন শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!