Ghar Wapsi

ঘরে ফেরা: হিন্দু ধর্ম গ্রহণ করলেন ছত্তিশগড়ের ১০০ খ্রিস্টান পরিবার

পূর্বপুরুষের সনাতন হিন্দু ধর্মে ফেরার স্রোত অব্যাহত। এবার ছত্তিশগড়ের ধর্মান্তরিত ১০০ খ্রিস্টান পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন(100 converted Christian families did Ghar Wapsi in Chhattisgarh)। গতকাল শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে ওই খ্রিস্টান পরিবারের কয়েকশো মানুষ পূর্বপুরুষের ধর্মে ফিরলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ২৩শে এপ্রিল, রবিবার ছত্তিশগড়ের দুর্গ জেলায় একাধিক হিন্দু সংগঠনের মিলিত উদ্যোগে ‘রাষ্ট্র রক্ষা মহাসম্মেলন’ এবং ‘বিশ্ব কল্যাণ মহাযজ্ঞ’ -এর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুত্ববাদী নেতা প্রবল প্রতাপ সিং।

সেই অনুষ্ঠানে ধর্মান্তরিত খ্রিস্টানদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় পা ধুয়ে দেওয়ার মাধ্যমে। হিন্দুত্ববাদী নেতা প্রবল প্রতাপ সিং হিন্দু ধর্মে ফিরতে ইচ্ছুক সমস্ত মানুষদের পা ধুয়ে দেন। তারপরই শুদ্ধি যজ্ঞের মাধ্যমে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

উল্লেখ্য, পুরো ছত্তিশগড় জুড়েই ধর্মান্তরিত খ্রিস্টানদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন হিন্দুত্ববাদী নেতা প্রবল প্রতাপ সিং। অতীতে রাজ্যের কয়েকশো খ্রিস্টান পরিবারকে পূর্বপুরুষের সনাতন হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছেন। এবারে সেই কর্মযজ্ঞে ঘরে ফিরলেন দুর্গ জেলার ১০০ খ্রিস্টান পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!