কেনিয়া: ‘অনাহারে মরলে যিশুর সঙ্গে দেখা হবে’, ফাদারের কথায় বিশ্বাস করে মরলেন ২১ জন

‘অনাহারে মরলে যিশুর সঙ্গে দেখা হবে’, ফাদারের কথায় বিশ্বাস করে মরলেন ২১ জন অনুসারী। মৃতদের মধ্যে আবার ৩ জন শিশু রয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ কবর দেওয়া একাধিক মৃতদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে এমন উপদেশ দেওয়া যাজক পল মেকেঞ্জি থেঙ্গেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ

পূর্ব কেনিয়ার মালিন্ডি শহরে থাকেন খ্রিস্টান যাজক পল মেকেঞ্জি। ওই শহর থেকে পল নিজের প্রতিষ্ঠিত ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁর প্রচুর অনুসারী রয়েছে ওই শহর এবং তার আশেপাশের অঞ্চলে। ওই যাজক আশেপাশের অঞ্চলের মানুষদের বলতেন যে অনাহারে মরলে যিশুর সঙ্গে দেখা করতে পারবেন তাঁরা। যারা সে কথায় বিশ্বাস করতেন, তাদের শাকাহোলা জঙ্গলে নিয়ে যেতেন। তারপর অনাহারে মরলে তাদেরকে জঙ্গলেই কবর দেওয়া হতো।

সংবাদ সংস্থা এএফপির দেওয়া খবর অনুযায়ী, গত ১৫ই এপ্রিল কেনিয়ার পুলিশ ওই খ্রিস্টান যাজককে গ্রেপ্তার করা হয়। কারণ গ্রেপ্তারের কয়েকদিন আগেই অনাহারে কয়েকজনের মৃত্যুর পর অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ওই যাজকের কথায় বিশ্বাস করে বহু খ্রিস্টান মানুষ অনাহারে জীবন দিয়েছেন। আর সেই সব দেহের খোঁজ পেতে তদন্তে শুরু করে পুলিশ।

তদন্তে নেমে ওই যাজককে লাগাতার জেরা করে পুলিশ। জানা যায় যে অনাহারে মৃত অনুসারীদের শহরের কাছের শাকাহোলা জঙ্গলে কবর দিয়েছেন। পরে সেখান থেকে কবর খুঁড়ে এখন পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!