কেরালা: ইসলামিক জঙ্গিদের সঙ্গে যোগ, ট্রেনের পুরো কামরা জ্বালানোর পরিকল্পনা ছিল শাহরুখ সাইফির
কেরালার কোঝিকোড়ে যাত্রীদের গায়ে আগুন লাগানোর ঘটনার তদন্তে নেমে গুরুতর তথ্য হাতে উঠে এলো গোয়েন্দাদের। ট্রেনের কামরায় আগুন দিয়ে যাত্রীদের পুড়িয়ে মারার পরিকল্পনা নিয়েই কেরালা গিয়েছিল দিল্লীর শাহীনবাগের বাসিন্দা শাহরুখ সাইফি। আর শাহরুখ এমনটা করেছিলেন ইসলামিক জঙ্গি সংগঠনের নির্দেশে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাচ্ছেন গোয়েন্দারা।
গোয়েন্দাদের মতে, শাহরুখ একা কেরালায় যায়নি। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিল। সকলের লক্ষ্য ছিল যে একটি করে ট্রেন কামরায় আগুন লাগাতে হবে। কিন্তু ট্রেনের অন্যান্য কামরায় পুলিশ থাকায় তা সম্ভব হয়নি। কিন্তু শাহরুখ একটি কামরায় লোকজন কম দেখে সেই কামরাকে টার্গেট করে এবং পেট্রোল ঢেলে যাত্রীদের গায়ে আগুন ধরিয়ে দেয়। তারপর পরিকল্পনা অনুযায়ী চেন টেনে ট্রেন থামায় এবং নেমে পালিয়ে যায়।
গোয়েন্দারা আরও জানাচ্ছেন যে ইন্টারনেটের মাধ্যমে জিহাদী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন শাহরুখ। তারপরই জিহাদী গোষ্ঠীর মদতে হামলার জন্য প্রস্তুতি নেয়। পরিকল্পনা অনুযায়ী, কেরালার আলপুঝা ও কান্নুরের মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনটি বেছে নেওয়া হয়।
উল্লেখ্য, ঘটনার পর চার সদস্যের একটি দল কেরালায় পাঠায় NIA। খবর অনুযায়ী, খুব শীঘ্রই ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেবে NIA। তারপরই ধৃত শাহরুখের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করা হবে বলে খবর।