India

কাশ্মীর: গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সেহরি খাওয়াচ্ছিল পুলিশ, সুযোগ বুঝে পালালো ২ জন

গ্রেপ্তার হওয়া দুই জঙ্গিকে থানার ভিতরে সেহরি খাওয়ানোর ব্যবস্থা করেছিল পুলিশ। সেহরি খেয়ে সুযোগ বুঝে থানা থেকে পালালেন দুই জঙ্গি। এমনই কাণ্ড ঘটেছে জম্মু – কাশ্মীরের বারামুলায়। বর্তমানে দুই জঙ্গিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, পলাতক দুই জঙ্গির নাম মারুফ নাজির সালেহ এবং শাহিদ শওকত। এদের মধ্যে মারুফের বাড়ি কানলিবাগ এলাকায় এবং দ্বিতীয়জনের বাড়ি বাংলো বাগ এলাকায়। দুই জনেই ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য। গত বছর বারামুলা থানার অন্তর্গত দেওয়ানবাগ এলাকার একটি মদের দোকানে বোমা বিস্ফোরণের ঘটনায় কিছুদিন আগেই তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

জানা গিয়েছে, রমজান মাস চলছে, সেই কারণে থানায় রোজা পালন করার আবদার জানায় দুই জঙ্গি। থানার পুলিশ আধিকারিকরা জঙ্গিদের সেই দাবিও মেনে নেন। সেই মত গতকাল বুধবার ভোরবেলা থানার মধ্যেই ওই দুই জঙ্গির জন্য সেহরির আয়োজন করেছিল পুলিশ। ওই দুই জঙ্গি সেহরি খায়। তারপরই সুযোগ বুঝে পালিয়ে যায়।

আপাতত দুই জঙ্গির খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন যে ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Image: Representative

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!