দিল্লী: রাম নবমীর পর হনুমান জয়ন্তী; শোভাযাত্রার অনুমতি দিলো না পুলিশ

রাম নবমীর পর হনুমান জয়ন্তী, দুটি ক্ষেত্রেই দিল্লীর জাহাঙ্গীরপুরীতে শোভাযাত্রার অনুমতি দিলো না পুলিশ। আগামীকাল ৬ই এপ্রিল শোভাযাত্রা করার অনুমতি চেয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠনের আবেদন খারিজ করলো দিল্লী পুলিশ। কারণ হিসেবে দিল্লী পুলিশের তরফে জানানো হয়েছে যে শোভাযাত্রা হলে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে শোভাযাত্রার অনুমতি দেওয়া না হলেও আগাম সতর্কতা হিসেবে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে। নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

উল্লেখ্য, শোভাযাত্রার অনুমতি না দেওয়ার পিছনে গত বছরের ঘটনার দিকে ইঙ্গিত করছেন অনেকে। গত বছরের ১৬ই এপ্রিল জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হামলা চালিয়েছিল ইসলামিক মৌলবাদীরা। তারপরই জাহাঙ্গীরপুরীর বিস্তীর্ণ এলাকাজুড়ে হিংসা ছড়িয়ে পড়েছিল। আর সেই কারণেই এই বছরে শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিশ, এমনটাই বলছেন অনেকে।

যদিও পুলিশের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হিন্দুদের একটি বড় অংশ। তাদের বক্তব্য আইন ও শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পুলিশের। কিন্তু যেভাবে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না, তাতে করে অসন্তোষ আরও বাড়বে।

Image: Representative

error: Sorry! Content is protected !!