World

অস্ট্রেলিয়া: ভারতীয় দূতাবাসের ঘেরাও করে হিন্দু বিরোধী স্লোগান দিলো খালিস্থানি উগ্রপন্থীরা

অস্ট্রেলিয়ার মাটিতে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী খালিস্থানী উগ্রপন্থীদের অবাধ বিচরন অব্যাহত। এবার ব্রিসবেনের ভারতীয় দূতাবাস ঘেরাও করলো তাঁরা। দূতাবাস ঘেরাও করার পাশাপাশি হিন্দু বিরোধী স্লোগান দেওয়া হলো। গত ১৬ই মার্চ, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, দূতাবাস ঘেরাও করার ডাক দেয় ‘শিখ ফর জাস্টিস’ নামে একটি সংগঠনের সদস্যরা। এই সংগঠনটি বিশ্বজুড়ে খালিস্থান গঠনের ডাক দিয়ে প্রচার চালাচ্ছে। অভিযোগ, গতকাল সকালে দূতাবাসের সামনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয় বেশ কিছু সংখ্যক খালিস্থানি উগ্রপন্থী। দূতাবাস ঘেরাও করে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন। দেওয়া হয় হিন্দু বিরোধী স্লোগানও।

খালিস্থানী উগ্রপন্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল যে হিন্দুরা ১৯৬৬ খ্রিস্টাব্দে ৭০০ শিখকে হত্যা করেছে। হিন্দুদের ‘supremacist’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয় মিছিল থেকে।

খালিস্থানি উগ্রপন্থীদের ঘেরাও করার কারণে দূতাবাসে আসা বহু মানুষ সমস্যায় পড়েন। নিরাপত্তার কারণে দূতাবাসের মূল প্রবেশ পথ বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজে আসা মানুষজন ফিরে যান।

এদিকে এমন ঘটনায় উদ্বিগ্ন ভারত। বিদেশ মন্ত্রকের তরফে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন যে ঘটনার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারকে জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!