Bangladesh

বাংলাদেশ: জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৫০টি আসন সংরক্ষণের দাবি হিন্দু মহাজোটের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি নিয়ে ময়দানে বাংলাদেশের পরিচিত হিন্দু সংগঠন ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’। সংগঠনটির দাবি, হিন্দুদের স্বার্থরক্ষায় জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৫০টি আসন সংরক্ষিত করা হোক।

আর সংরক্ষিত আসনের দাবিতে আজ সারা বাংলাদেশ জুড়ে মানব বন্ধন এবং সমাবেশ করে মহাজোটের কর্মী ও সমর্থকেরা। ঢাকা, নারায়ণগঞ্জ, পাবনা, কুষ্টিয়া সমেত সারা দেশে মানব বন্ধনে সামিল হন মহাজোটের নেতা ও কর্মীরা। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মহাজোটের মহাসচিব শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক সমেত সংগঠনটির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, গতকাল ঢাকার রিপোর্টার্স ইউনিটি হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংরক্ষিত আসনের দাবি তুলেছিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং ওই দাবিতে সারা দেশে মানব বন্ধন কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার প্রতিচ্ছবি ধরা পড়লো সারা দেশে।

সংরক্ষিত আসনের বিষয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘দেশে বর্তমানে ১৬ জন হিন্দু সাংসদ রয়েছেন। কিন্তু হিন্দুদের স্বার্থরক্ষায় ওই সাংসদরা কিছুই করেননি। তাই হিন্দুদের জন্য ৫০টি আসন সংরক্ষণের দাবি জানাচ্ছি আমরা।’

প্রসঙ্গত, হিন্দু মহাজোটের অভিযোগ যে অমূলক নয়, তার প্রমাণ অতীতে অনেকবার পাওয়া গিয়েছে। বাংলাদেশে প্রয়টি প্রতিদিন কোথাও হিন্দুরা আক্রান্ত হলে দেখা পাওয়া যায়না নির্বাচিত হিন্দু সাংসদদের, এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলে আক্রান্তদের কথা পৌঁছায় না জাতীয় সংসদে। ফলে অত্যাচারিত হিন্দুরা পান না ন্যায় বিচার, এমনই অভিযোগ। আর এই অবস্থার পরিবর্তনে সংসদে হিন্দুদের প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন বলে মত অনেকের। আর সেই দাবিতে লড়াইয়ের ময়দানে জাতীয় হিন্দু মহাজোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!