India

উত্তর প্রদেশ: অশান্তি এড়াতে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো মসজিদ

হোলির দিনে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য অভিনব পদক্ষেপ নিলো উত্তর প্রদেশের আলীগড় পুলিশ। কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো গোটা মসজিদ। হোলি খেলতে গিয়ে রং কিংবা আবির যাতে মসজিদের দেওয়ালে না পড়ে, সে জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আলীগড় শহরের কোতোয়ালি এলাকায় রয়েছে আব্দুল করিম মসজিদ। এলাকাটি এমনিতেই স্পর্শকাতর হিসেবে পরিচিত। সেই সঙ্গে মসজিদটি রাস্তার পাশেই অবস্থিত। ফলে হোলির দিন যাতে কেউ মসজিদে রং ছুড়তে না পারে, তাই মসজিদটি কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে যে মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবদিক বিবেচনা করে আপত্তি করেনি মসজিদ কমিটির লোকজন। এর পাশাপাশি এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, অতীতে মসজিদের দেওয়ালে রং লাগায় উত্তেজনা ছড়িয়েছিল আলীগড়ের কোতোয়ালি এলাকায়। ফলে অশান্তি এড়াতে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব বজায় রাখতে জেলা প্রশাসন উদ্যোগ নেয়। তারপর সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে হোলির দিনগুলিতে মসজিদটি কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে কেউ রং ছুঁড়ে অশান্তি বাঁধাতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!