West Bengal

মুর্শিদাবাদ: অনুপ্রবেশে বাধা দেওয়ায় হামলা, বিএসএফ জওয়ানদের বন্দুক নিয়ে পালালো বাংলাদেশিরা

অনুপ্রবেশে বাধা দেওয়ায় সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দুই বিএসএফ জওয়ান। প্রায় শতাধিক বাংলাদেশি দুষ্কৃতী বিএসএফ(BSF) জওয়ানদের উপরে হামলা চালায়। জওয়ানদের বেধড়ক মারধর করার পাশাপাশি তাদের বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, গতকাল রবিবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার নির্মলচর সীমান্তে টহল দিচ্ছিলেন দুই বিএসএফ জওয়ান। সেই সময় বাংলাদেশ থেকে কয়েকজন বাংলাদেশি গরু নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দেন ৩৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। তখন ওই বাংলাদেশিরা ফিরে যায়।

অভিযোগ, কিছুক্ষন পরেই শতাধিক বাংলাদেশি লাঠি, রড এবং ধারালো অস্ত্র নিয়ে ওই দুই বিএসএফ জওয়ানের উপরে হামলা চালায়। বিএসএফ জওয়ানদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি, দুই জওয়ানের কাছে থাকা বন্দুক ছিনিয়ে নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে দুই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।

ঘটনায় ইতিমধ্যে FIR দায়ের করা হয়েছে বিএসএফের তরফে। সেই সঙ্গে বন্দুক ফেরত পেতে এবং ঘটনার বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য বলা হয়েছে বিএসএফের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!