West Bengal

মানবিক ভারত: গুলিতে মৃত বাংলাদেশি গরু পাচারকারীর দেহ ফেরত পাঠালো বিএসএফ

বিএসএফের গুলিতে মৃত এক বাংলাদেশি পাচারকারীর দেহ বিজিবির হাতে তুলে দেওয়া হলো। প্রায় ১৮ দিন পরে ওই মৃত বাংলাদেশি নাগরিকের দেহ দেশে পাঠালো বিএসএফ।

উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি রাতে একদল গরু পাচারকারী(cow smugglers from Bangladesh) পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে। তাঁরা গরু নিয়ে ফিরে যাওয়ার সময় বিএসএফের নজরে পড়লে গুলি চালায় বিএসএফ। অন্যরা বাংলাদেশে পালিয়ে গেলেও গুলি লেগে মৃত্যু হয় আরিফুল ইসলামের।

পরে বিএসএফ ওই গরু পাচারকারীর দেহ উদ্ধার করে নদীয়া জেলার হাঁসখালি থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। সেখানেই মৃত দেহের ময়নাতদন্ত হয়।

পরে বিএসএফের তরফে বাংলাদেশের বিজিবিকে মৃতের পরিচয় সম্বন্ধে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। পরে বিজিবি জানায় মৃতের নাম আরিফুল ইসলাম। আরিফুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা।

পরে গত শুক্রবার অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের শেষে বিজিবির হাতে গরু পাচারকারীর দেহ তুলে দেয় বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!