India

রাজস্থান: উদয়পুরে ভগবান পরশুরামের মূর্তি ভাঙচুর, বিক্ষোভ স্থানীয়দের

ভগবান পরশুরামের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রাজস্থানের উদয়পুরের গোগুন্ডা এলাকায়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মূর্তি ভাঙচুর করে মন্দিরের বাইরে ফেলে দেয়। ভাঙ্গা মূর্তি দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দু বাসিন্দারা। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গত ২০শে ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ওই দিন সকালে রাভালিয়া খুরদ গ্রামের কয়েকজন দেখেন যে মন্দিরের ভগবান পরশুরামের মূর্তি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মন্দির চত্বরে ভিড় জমান। তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের কারণে উত্তেজনার সৃষ্টি হওয়ায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শান্ত হয় উত্তেজিত জনতা।

এমন ঘটনা ঘিরে রাজস্থানের ভেঙে পড়া আইন ও শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছে বিজেপি। বিজেপি সাংসদ অর্জুন লাল মীনা বলেন যে রাজস্থানের পরিস্থতি ইরাক ও সিরিয়ার থেকেও খারাপ। কংগ্রেস সরকারের তোষণ নীতির কারণে হিন্দুদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বসুন্ধরা রাজে সিন্ধিয়া ভগবান পরশুরামের মূর্তি ভাঙচুরের নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!