Bangladesh

বাংলাদেশ: হিন্দু সংখ্যালঘুর জমি দখল করে মডেল মসজিদ নির্মাণ করছে শেখ হাসিনার সরকার

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। মুখে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার কথা বললেও হিন্দু নির্যাতনের দিক থেকে শেখ হাসিনার সরকার যে অন্যদের তুলনায় যে পিছিয়ে নেই, তাঁর প্রমাণ সামনে এসেছে।

এক হিন্দু সংখ্যালঘুর সম্পত্তি দখল করে সেই জমির উপরে সরকারি অর্থে নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ। জমির মূল্য চেয়ে প্রশাসনের দ্বারস্থ হতেই দেওয়া হচ্ছে হুমকি। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছেন হিন্দু সংখ্যালঘু ব্যক্তি দিলীপ চন্দ্র সরকার। ঘটনা বরিশাল বিভাগের বরগুনা জেলার অন্তর্গত বরগুনা সদরের ৪ নম্বর ওয়ার্ডের।

জানা গিয়েছে, দিলীপ চন্দ্র সরকারের ১৪ ডেসিমাল জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে। অভিযোগ, সেই জমির উপরে মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। জমির সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন দিলীপ চন্দ্র সরকার। কিন্তু সেই জমির জন্য কোনওরকম অর্থ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বাধ্য হয়ে জমির ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

দিলীপ চন্দ্র সরকারের অভিযোগ, “জমিতে মসজিদ করছে, করুক। মসজিদ মুসলিমদের এবাদতের স্থান, এতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু আমার জমির ক্ষতিপূরণ পেলেই হলো। কিন্তু ক্ষতিপূরণ চাইতেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আতঙ্কে রয়েছি। আমি হিন্দু সংখ্যালঘু বলেই আমার সঙ্গে জুলুম করছে সরকার। সরকার ক্ষতিপূরণ না দিয়েই জোর করে মসজিদ নির্মাণ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!