India

দাঁড়ি কামানো ইসলামে হারাম, ফতোয়া জারি করলো দারুল উলুম দেওবন্দ

এবার দাঁড়ি কামানো নিয়ে ফতোয়া(Fatwa) জারি করলো ভারতের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দাঁড়ি কামানো মুসলিমদের জন্য হারাম, ফতোয়া জারি করে জানালো দারুল উলুম দেওবন্দ। সেই সঙ্গে জানানো হয়েছে যে সমস্ত ছাত্ররা দাঁড়ি কামাবে কিংবা ছেঁটে ফেলবে, তাদের প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হবে।

খবর অনুযায়ী, দাঁড়ি সম্বন্ধীয় ফতোয়াটি জারি করেছেন দারুল উলুমের শিক্ষা বিষয়ক প্রধান মাওলানা হুসেন আহমেদ হরিদ্বারী। ফতোয়াতে উল্লেখ করা হয়েছে যে দাঁড়ি কামানো কিংবা ছেঁটে ছোট করা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ। আর যে সমস্ত ছাত্ররা দাঁড়ি কামিয়ে আসবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ফতোয়ায় বলা হয়েছে যে সমস্ত ছাত্রকে এই নির্দেশিকা মানতে হবে। যারা দাঁড়ি কামিয়ে আসবেন, তাদের প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে দাঁড়ি কামানোর কারণে চার জন ছাত্রকে প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এমন ফতোয়াকে স্বাগত জানিয়েছেন দেওবন্দের উলেমা কাউন্সিলের প্রধান মাওলানা মুফতি আসাদ কাসমি। ফতোয়া সম্বন্ধে তিনি বলেন, ‘প্রত্যেক মুসলিমের উচিত সারা জীবন ধরে সুন্নত এবং শরিয়ার নিয়ম মেনে চলা। আর ইসলামে দাঁড়ি রাখা সুন্নত। যদি অতিরিক্ত বড়ো হয়, তবে অল্প কাটা যেতে পারে। কিন্তু একদম দাঁড়ি না রাখা হারাম।’

প্রসঙ্গত, দারুল উলুম দেওবন্দ প্রায়ই বিভিন্ন বিষয়ে ফতোয়া জারি করে থাকে। অতীতে এক ফতোয়া জারি করে দারুল উলুম দেওবন্দ জানিয়েছিল যে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ইসলামে হারাম। এছাড়াও, আর এক ফতোয়ায় জানিয়েছিল যে মেকআপ করা ইসলামে হারাম।

(Disclaimer: Image used for representational purpose in this report )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!