India

‘জাহান্নামী মহিলা’, শিবরাত্রিতে পূজা দিয়ে ইসলামিক মৌলবাদীদের তোপের মুখে সারা আলী খান

দেশে ক্রমবর্ধমান ইসলামিক মৌলবাদ অনেকের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এবার সেই মৌলবাদীদের তোপের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী সারা আলী খান(Sara Ali Khan)। শিবরাত্রিরতে পূজা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই সারা আলী খানকে কটু মন্তব্যে ভরিয়ে দিলো মৌলবাদীরা। কেউ সারাকে বললেন ‘জাহান্নামী মহিলা’, কেউ আবার শিরক করার অভিযোগ তুললেন তাঁর বিরুদ্ধে।

বলিউড অভিনেত্রী সারা আলী খান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শিব পূজার ছবি শেয়ার করেন এবং শিবের মূর্তির সামনে বসা ছবিও শেয়ার করেন তাতে। আর তারপরই ইসলামিক মৌলবাদীদের ঘৃনা ভরা কমেন্টে ভরে যায় তাঁর ইনস্টাগ্রাম ওয়াল। অনেকেই তাকে মনে করিয়ে দেন যে মূর্তিপূজা ‘হারাম’ এবং তা জঘন্য পাপ। এমনকি কেউ কেউ আবার ‘শিরক’ করছেন বলে মনে করিয়ে দেন সারা আলী খানকে।

কয়েকজন আবার শিব পূজার ছবি দেখে এতটাই ক্ষুব্ধ হন যে সারা আলী খানকে অনফলো করার হুমকি দেন। কেউ কেউ আবার সারা আলী খান আদতে মুসলিম কিনা সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ আবার সারা আলী খানকে ভন্ড উল্লেখ করে বলেন যে সিনেমায় ছোট পোশাক পরে এখন শরীর ঢাকা পোশাক পরে অভিনয় করছেন।

বেশ কয়েকজন ইসলামিক মৌলবাদী এতটাই ক্ষুব্ধ হন যে তাঁরা সারা আলী খানকে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার কথা বলেন। সৈয়দ শিফা নামে একজন সারা আলী খানকে ‘জাহান্নামী মহিলা’ বলে মন্তব্য করেন। আর একজন সারা আলী খানকে মনে করিয়ে দেন যে তিনি ইসলাম বিরোধী কাজ ‘শিরক’ করছেন।

শেহরিশ নামে এক ব্যক্তি আবার সারা আলী খানের পাশাপাশি হিন্দু ধর্ম সম্বন্ধে ঘৃনা ভরা মন্তব্য করেন। ওই ব্যক্তি লেখেন, ‘আমি বুঝতে পারিনা যে এরা পাথর এবং পশুকে পূজা করে কী লাভ পায়।’

প্রসঙ্গত, সারা আলী খানকে মৌলবাদীরা যে এই প্রথম টার্গেট করলো এমনটা নয়। অতীতে মন্দিরে পূজা দেওয়ায় একাধিকবার ইসলামিক মৌলবাদীদের তোপের মুখে পড়েছিলেন সারা আলী খান। এর আগে ওমকারেশ্বর মন্দিরে পূজা দিয়ে মৌলবাদীদের ঘৃণার মুখে পড়েছিলেন সারা। গত ২০২১ সালে মহাকালেশ্বর মন্দিরে পূজা দেওয়ায় ইসলামিক মৌলবাদীদের চরম ঘৃনা ভরা মন্তব্য শুনতে হয়েছিল তাকে।

তবে প্রতি ক্ষেত্রে অভিনেত্রী সেসবকে পাত্তা না দিয়েই নিজের ভালোলাগার কথা জানিয়েছিলেন। সারা আলী খানের পিতা মুসলিম হলেও মা হিন্দু। হিন্দু ধর্মের রীতি রেওয়াজ ভালো লাগে বলেও জানিয়েছিলেন তিনি। তবে ভারতের মতো দেশে মৌলবাদীদের এমন বাড়বাড়ন্ত যে যথেষ্ট চিন্তার বিষয়, সারা আলী খানের ঘটনা তার প্রমাণ।

Image credits: সারা আলী খানের ইনস্টাগ্রাম প্রোফাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!