ঝাড়খণ্ড: শিবরাত্রির তোরণ দ্বার নির্মাণ ঘিরে হিন্দু-মুসলিম সংঘর্ষ; ১৪৪ জারি এবং বন্ধ ইন্টারনেট
মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে তোরণ দ্বার নির্মাণকে কেন্দ্র হিন্দু মুসলিম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ঝাড়খণ্ডের পালামু(palamu)। দুই পক্ষের সংঘর্ষ থামাতে বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি নামানো হয় আধাসামরিক বাহিনীও। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। চলছে নিয়মিত টহলদারি। এখনও পর্যন্ত ঘটনায় দুটি FIR দায়ের হয়েছে।
খবর অনুযায়ী, আসন্ন শিবরাত্রির উপলক্ষে ভগৎ সিং চকে একটি তোরণ নির্মাণের কাজ করছিলেন হিন্দুরা। সেই সময় কাছেই থাকা একটি মসজিদ কমিটির লোকজন তোরণ নির্মাণে বাধা দেন। তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে একদল উন্মত্ত মুসলিম জনতা হিন্দুদের উপরে হামলা চালায়। কিছুক্ষনের মধ্যেই হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হিন্দুদের লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়া হয়। ঘটনা সামাল দিতে গিয়ে উন্মত্ত ইসলামিক জনতার হাতে মার খেয়ে আহত হন কয়েকজন পুলিশকর্মী। পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশবাহিনী এবং আধাসামরিক বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নতুন করে যাতে অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। শিবরাত্রির উপলক্ষে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে। বলা হয়েছে যে সর্বজনীন স্থানে ৫ জনের বেশি শিবরাত্রির উদযাপনে যেতে পারবেন না। নামাজের জন্য ৪ জনের বেশি মসজিদে কিংবা অন্য কোনও স্থানে জমায়েত হতে পারবেন না, বলা হয়েছে নির্দেশিকায়।
পরে এলাকার শান্তি সম্প্রীতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়। তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন। আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন কোনও অশান্তির ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় দুটি FIR দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে লাগাতার অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।