India

তামিলনাড়ু: সেনা জওয়ানকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ডিএমকে কাউন্সিলারের বিরুদ্ধে

সামান্য বচসাকে কেন্দ্র করে এক সেনা জওয়ানকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটলো ডিএমকে(DMK) শাসিত তামিলনাড়ুতে। আর এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে উঠেছে স্থানীয় ডিএমকে কাউন্সিলার এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনা গত ৮ই ফেব্রুয়ারির। গুরুতর আহত ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও গত ১৫ই ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার অন্তর্গত বোচামপাল্লী পুরসভার বাসিন্দা প্রভাকরণ(২৯)। সেনা বাহিনীতে কর্মরত ছিলেন তিনি এবং ছুটিতে বাড়ি এসেছিলেন। ঘটনার দিন অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি বাড়ির সামনে থাকা জলের কলে জামাকাপড় ধোয়া নিয়ে স্থানীয় কাউন্সিলার চিন্নস্বামীর সঙ্গে বচসা হয়।

অভিযোগ, বচসার কিছুক্ষন পরেই ডিএমকে কাউন্সিলার চিন্নস্বামী এবং তাঁর দলবল প্রভাকরণের উপরে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় ওই জওয়ানকে। পরে স্থানীয়রা গুরুতর আহত ওই সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৫ই ফেব্রুয়ারি তারিখে হাসপাতালে মৃত্যু হয় প্রভাকরণের।

সেনা জওয়ানের মৃত্যুর খবর আসতেই শাসক দল ডিএমকে-এর নৈরাজ্যের রাজনীতিকে নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, “খবরটি শোনার পরই আমি ক্রুদ্ধ। ডিএমকে-এর গুন্ডামি রাজনীতির জন্য একজন সেনা জওয়ান সুরক্ষিত নয়।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ঘটনার তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে ডিএমকে কাউন্সিলার চিন্নস্বামীর পুত্র রাজাপণ্ডি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!