India

দিল্লী: সাহিলকে ভালোবেসে ফ্রিজে ঠাঁই হলো নিকি যাদবের

অন্য মেয়েকে বিয়েতে বাধা দিয়েছিলেন পাঁচ বছরের লিভ ইন পার্টনার নিকি যাদব। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রেমিকা নিকিকে গলা টিপে হত্যা করলো প্রেমিক সাহিল গহলত। তারপর প্রেমিকাকে নিজের ধাবার ফ্রিজে রেখে দিয়ে পরের দিনই বিয়ে করে নিলেন আর একজনকে। ঘটনা দিল্লীর। শ্রদ্ধা কাণ্ডের পর এমন ঘটনায় জোর চর্চা চলছে দেশজুড়ে।

খবর অনুযায়ী, গত ১৪ই ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে পুলিশের কাছে খবর আসে যে নজফগড় এলাকার মিত্রাউ-এর কাছে থাকা এক ধাবায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই খবর পেয়ে ওই ধাবায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে গ্রামের বাড়ি থেকে ওই ধাবার মালিক সাহিলকে গ্রেপ্তার করে পুলিশ।

জেরায় সাহিল জানায় যে মৃতার নাম নিকি যাদব। নিকির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর এবং দুজনে প্রায় পাঁচ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু কিছুদিন আগেই অন্য এক তরুণীর সঙ্গে বিয়ের সম্বন্ধ হয় সাহিলের। সে কথা জানতে পারে নিকি এবং এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। সাহিলকে বিয়ে করতে না বলে নিকি।

এরই মধ্যে নিকিকে খুনের পরিকল্পনা করে সাহিল। নিজের গাড়িতে করে ঘুরতে যাওয়ার নাম করে বের হয় সাহিল ও নিকি। এক সময় গাড়ির মধ্যেই নিকিকে গলা টিপে খুন করে সাহিল। তারপর গাড়ি চালিয়ে নিজের ধাবায় আসে সাহিল এবং ফ্রিজে রেখে দিয়ে গ্রামের বাড়িতে চলে যায় সে। পরের দিনই গ্রামের বাড়িতে বিয়ে করে সে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!