Bangladesh

কুমিল্লা: ইসলাম অবমাননার অভিযোগে হিন্দু শিক্ষকের বাড়িতে হামলা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে ইসলামিক মৌলবাদীদের নির্যাতন অব্যাহত। এবার ইসলাম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু শিক্ষকের বাড়িতে হামলা চালালো একদল উন্মত্ত ইসলামিক মৌলবাদী। ওই হিন্দু শিক্ষকের ফাঁসির দাবিতে চলতে থাকে লাগাতার স্লোগান। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে উন্মত্ত জনতাকে। গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, প্রীতম সরকার দাউদকান্দি উপজেলার ড: মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, ওই শিক্ষক পড়ানোর সময় ইসলাম এবং নবী মহম্মদের অবমাননা করেছেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করার আগেই উন্মত্ত হয়ে ওঠে ইসলামিক মৌলবাদীরা।

গতকাল অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি একদল ইসলামিক মৌলবাদী ওই শিক্ষকের বাড়ি ঘেরাও করে। তাঁরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ওই শিক্ষকের ফাঁসির দাবি করতে থাকেন। এমনকি ‘প্রীতমের চামড়া, গুটিয়ে নেব আমরা’ স্লোগান দেওয়া হতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ইদানিং সময়ে বাংলাদেশে ইসলাম ও নবী মহম্মদের অবমাননার অভিযোগ তুলে টার্গেট করা হচ্ছে হিন্দু শিক্ষকদের। এর আগে গত ২৯শে জানুয়ারি ইসলাম অমবাননার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলায় বিজ্ঞানের শিক্ষক নিউটন সরকারের ফাঁসির দাবিতে মিছিল করে ইসলামিক মৌলবাদীরা। সেই অভিযোগ পেয়েই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়।

(Representative Image; Credits: The New Indian Express)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!