West Bengal

উত্তর দিনাজপুর: ইসলামপুরে দুটি মন্দিরের মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা

বাংলাদেশের ছায়া এবার পশ্চিমবঙ্গে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুটি মন্দিরের ভিতরে থাকা মূর্তি ভাঙচুর করলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গত ৮ই ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। 

জানা গিয়েছে, ইসলামপুর শহরের একটি মা কালীর মন্দির এবং একটি শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের মূর্তি ভাংচুর করা হয়েছে। পরেরদিন সকালে স্থানীয় হিন্দুরা মূর্তি ভাঙ্গা দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানাতে থাকেন তাঁরা।

খবর অনুযায়ী, ইসলামপুর শহরের শিবডাঙ্গী এলাকায় একটি মা কালীর মন্দির রয়েছে। মন্দিরে দরজা রয়েছে এবং রাতের বেলায় মন্দিরে তালা দেওয়া থাকে। দুষ্কৃতীরা মন্দিরের দরজার তালা ভেঙে মূর্তিতে ভাঙচুর চালায়।

অপরদিকে মিলন মোড় এলাকায় একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। ওই মন্দিরে প্রতি বছর নাম সংকীর্তন অনুষ্ঠান হয়। ওই মন্দিরের ভিতরে থাকা রাধা ও কৃষ্ণের মূর্তিতে ভাঙচুর চালানো হয়। তালিবানি কায়দায় রাধার মূর্তির মাথা কেটে নেওয়া হয়। 

আপাতত স্থানীয়দের দাবি যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!